শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

সাধারণ মেয়ে ~ কুন্তলা চক্রবর্তী

মেধা কিছু ছিল অবশ্যই।
বিক্রি হয়ে গেছে।
বিক্রি হয়ে গেছে লাল চোখের ভয়ে,
নিরাপত্তার বিনিময়ে


নিশ্চিন্ত জীবনযাপনের নেশায় বিসর্জন দিয়েছি
সব স্ফুলিঙ্গ
শিরদাঁড়া বেঁকে গেছে, " জো হুজুর" বলতে বলতে

ভালো আছি বেশ

কজনই বা এত ভালো থাকে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...