তারপর
ফিরে এসো মুগ্ধতা
ফিরে এসো এলোচুল, শান্ত নেলপালিশ
ফিরে এসো দুপুর রাতের ফিসফিস
খয়েরী দুপুরের রঙ মাখা চিলছাত
ফিরে এসো বৃষ্টিদিনের মধুমাস
ফিরে এসো প্রেম
অশান্ত বিকেলের রিংটোনে
ফেলে আসা স্কুল দিন
ফিরে এসো পাতা ঝরার
গন্ধ মাখা রেলপাড়
মধুবন্তী ফিরে এসো
ফিরে এসো মুগ্ধতা
ফিরে এসো এলোচুল, শান্ত নেলপালিশ
ফিরে এসো দুপুর রাতের ফিসফিস
খয়েরী দুপুরের রঙ মাখা চিলছাত
ফিরে এসো বৃষ্টিদিনের মধুমাস
ফিরে এসো প্রেম
অশান্ত বিকেলের রিংটোনে
ফেলে আসা স্কুল দিন
ফিরে এসো পাতা ঝরার
গন্ধ মাখা রেলপাড়
মধুবন্তী ফিরে এসো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন