শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

দরজা অরিজিৎ বাগচী

সুটকেসে আটকে যাওয়া
একচিলতের রঙীন স্বপ্ন গুলো
আমার রাতের বিছানায়
ব্যস্ত চলচ্চিত্রের আখড়া হয়ে যায়


অচিন পুরের চৌকাঠে 
দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুক
পষ্ট হয়ে ওঠে আয়নায় কিম্বা 
বায়স্কোপের ছায়ায় বুঝতে পারছি না


তবে স্নায়বিক ইশারায় 
তখন অনেক রাতের সংকেত 
সম্মুখীনের আর একটা দরজায়
চেনা নগ্নতার কড়া আমি


ওপারের চৌহদ্দিতে বেজে ওঠা
ব্যস্ততার সাইরেনের হিড়িকে
বেচেঁ থাকার ক্রাইসিসের আঁতুড়ঘরে
খিদে আমার জ্যামিতি কষে দেয়


না বলা কথার বোবা শব্দরা
ঝড়ে পরে জ্যান্ত চোখের পাতায়
নিষ্পাপ মৃত্যুর অপেক্ষা বা অভিনয়ে
শরীর অভ্যাসের কোমায় চলে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...