শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

মাতৃভাষা ~ পার্থ রায়

আজ সকাল থেকেই সাজো সাজো রব কোলকাতার এই প্রাচীন বাংলা মাধ্যম স্কুলটাতে।
ইংরেজী ভাষার বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত লেখিকা শ্রীমতী মিতালী আয়ার স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। যদিও ভীষণ ব্যাস্ততার মাঝে কিছুক্ষণের জন্যেই আসবেন। স্কুলের সেরা ছাত্র কৌস্তুভ রায় কে দায়িত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করার জন্যে। ঠিক হয়েছে, পুরো অনুষ্ঠান না হলেও, যতক্ষণ উনি থাকবেন, ততক্ষন ইংরেজীতেই সঞ্চালনা করা হবে। কারণ একে উপাধি নায়ার, তারপরে শৈশব থেকে বিদেশে মানুষ। লেখেনও ইংরেজী সাহিত্য। অনুষ্ঠান শুরু হতে, কৌস্তুভ সুন্দর ভাবে নিখুঁত ইংরেজীতেই সঞ্চালনা শুরু করল। শ্রীমতী আয়ারকে প্রধান অতিথির ভাষণ দিতে আহ্বান করতেই, উনি নিখাদ বাংলায় বললেন,
- কৌস্তুভ, তুমি বাংলায় কেন বলছ না?
- (থতমত খেয়ে)না মানে, আপনি বাংলা বুঝবেন না ভেবে, স্কুল থেকে ঠিক করা হয়েছে।
- (স্মিত হেসে)। আমি ভারতীয়। আমি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সুনীল, শক্তি, বুদ্ধদেব বসু, আশাপূর্ণা দেবী এমনকি সুচিত্রা ভট্টাচার্য দের লেখা বাংলায় পড়েছি।আমার মা বাঙ্গালী। এখন বিদেশে থাকি।
- ম্যাম, আপনি তাহলে ইংরেজী ভাষায় লেখেন কেন?
- (স্নেহ মাখা কন্ঠে)খুব সুন্দর প্রশ্ন করেছ।যে কোন ভাষা ভালো করে শিখতে গেলে, আগে নিজের মাতৃ ভাষাটা ভালো করে শিখতে হবে।তোমাদের মাতৃ ভাষা বাংলা।তাই,পশ্চিমবঙ্গে, বাংলাদেশে ইংরেজী নয়, বাংলা মাধ্যমে পড়াশুনা করা বেশী জরুরী বলে আমি মনে করি।আমি ইংরেজী ভাষায় লিখি কারণ ওটা যোগাযোগের ভাষা। তাছাড়া আমার বাবা মা লন্ডনে ছিলেন, আমার জন্ম ওখানে। তাই আমি বাধ্য হয়েছি। কিন্তু আমি বাড়ীতে মায়ের কাছে বাংলা ভাষা শিখেছি, বই পড়তাম। প্রধান শিক্ষক উঠে দাঁড়িয়ে বললেন,‘আসলে, বাংলা মাধ্যমের ছেলে মেয়েরা একটা হীনমন্যতায় ভোগে, স্মার্টনেসের ও একটা তফাৎ হয় না কি?’।
- (খুব বিনীত ভাবে) স্যার, ক্ষমা করবেন আমি একমত হতে পারলাম না। এই যে, আপনার ছাত্র কৌস্তুভ কি সুন্দর ইংরেজী ভাষায় সঞ্চালনা করছে। কি সুন্দর ঝকঝকে ছেলেরা, দেখতে পাচ্ছি হল ভর্তি করে বসে আছে। কি সুন্দর ওরা। কোন তফাৎ নেই। কিচ্ছুনা। রবি ঠাকুরের ভাষা বাংলা ভাষা। পৃথিবীর সেরা সাহিত্য সম্ভার এই ভাষায় রয়েছে। তাছাড়া ...।
(উচ্ছ্বসিত হাততালিতে হল ঘর ফেটে পড়ল)।

1 টি মন্তব্য:

  1. মাতৃভাষাই আসল। মাতৃভাষা ভাল করে জানলে অন্য ভাষাগুলি ভাল ভাবে আয়ত্ত করা যায়। লেখাটি ভাল লাগল।

    উত্তরমুছুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...