শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

মুক্তমনা ~ দেবাশিস মুখোপাধ্যায়

এসে গেছি চৈত্র মাস পায়ে 
জোছনার গালিচায় 
ঘুমিয়ে পড়ার আগে 


এ আমার সান্ধ্য ভ্রমণ
যে কটা পাতা জেগে কংক্রিট রাস্তায়
তারাই পেড়ে আনবে হাওয়া 


নিয়ন আলোর নিমন্ত্রণ ভুলে
অন্য গ্রহে পা পা পায়ের ব্যায়াম
নিশি সঙ্গ জুটে গেলে
ফুল ফুটিয়ে দেব সেই রাত্রিবাসে 


ঘুম সরিয়ে রেখে
কিছু একটা হবে ওলোট পালোট
জ্যা মুক্ত আমি এসে গেছি
তোমার হৃদয় পাবো বলে ...
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...