শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

অপেক্ষা ~ বাসব মণ্ডল

ঘাত প্রতি-ঘাত আর
উহ্য পদাঘাতে
সন্ত্রস্ত এই মানসিক ব-দ্বীপে
খুঁজে ফিরি স্বপ্নের সফেন

অন্ধকার মাঝে ,ঝিঁঝিদের
একান্ত আলাপচারিতায়
প্রান পায় মননের
ডিসর্টটেড সিম্ফনি

জিগসঅ পাজেলের
না পাওয়া সমাধান সুত্র
যোগায় লড়াই করার
অনন্য রসদ

পিঠে লাগানো শিক্ষিত তকমা
কেড়ে নেয়
জঙ্গলী হওয়ার
দরকারি লাইসেন্স
::
::
আজ মূলমন্ত্র
শুধু পেসেন্স
আর ক্লিশে হয়ে যাওয়া ওই গানটা
"ওয়েটিং ফর দা রেন্স"
অনুপ্রেরনা Subhasish Singha র "হেরো"series } 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...