ঘাত প্রতি-ঘাত আর
উহ্য পদাঘাতে
সন্ত্রস্ত এই মানসিক ব-দ্বীপে
খুঁজে ফিরি স্বপ্নের সফেন
উহ্য পদাঘাতে
সন্ত্রস্ত এই মানসিক ব-দ্বীপে
খুঁজে ফিরি স্বপ্নের সফেন
অন্ধকার মাঝে ,ঝিঁঝিদের
একান্ত আলাপচারিতায়
প্রান পায় মননের
ডিসর্টটেড সিম্ফনি
একান্ত আলাপচারিতায়
প্রান পায় মননের
ডিসর্টটেড সিম্ফনি
জিগসঅ পাজেলের
না পাওয়া সমাধান সুত্র
যোগায় লড়াই করার
অনন্য রসদ
না পাওয়া সমাধান সুত্র
যোগায় লড়াই করার
অনন্য রসদ
পিঠে লাগানো শিক্ষিত তকমা
কেড়ে নেয়
জঙ্গলী হওয়ার
দরকারি লাইসেন্স
::
::
আজ মূলমন্ত্র
শুধু পেসেন্স
আর ক্লিশে হয়ে যাওয়া ওই গানটা
"ওয়েটিং ফর দা রেন্স"
কেড়ে নেয়
জঙ্গলী হওয়ার
দরকারি লাইসেন্স
::
::
আজ মূলমন্ত্র
শুধু পেসেন্স
আর ক্লিশে হয়ে যাওয়া ওই গানটা
"ওয়েটিং ফর দা রেন্স"
{ অনুপ্রেরনা Subhasish Singha র "হেরো"series }
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন