শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

কৃষ্ণচূড়ার শহর ~ মৌসুমী মন্ডল


ওম্ ওম্ বিষণ্ণতার বরফ শাদা এনিমিয়া
আমার সব চেনা সন্ধ্যাগুলো ছেড়ে চলে যাচ্ছে আমার কৃষ্ণচূড়ার শহর,
মধ্যরাতের অচেনা তারার মতো
তোমার অনেক দিনের না ছোঁয়া
পুরুষ হাত- ছুঁয়ে যায়
ক্লান্ত সংসারের এপিটাফ
স্মৃতিভ্রষ্ট তুমি চলেছো
পূর্বজন্মের দিকে —
আমিও স্মৃতি ভস্ম গায়ে মেখে, পাড়ি দিচ্ছি আয়ুরেখার শেষ লোহিত বিন্দুতে।
তোমাকে মেখে নিচ্ছি শরীরে,
পলাশ রেনুর মতো
পিকাসোর ছবির মতো নিঃশব্দে সাজাবো সংসারের চতুষ্কোণ
বোবা জলের তোড়ে ভেঙে পড়ে নারীজন্মের পাথুরে দেয়াল
এই না-কথা বলা চতুষ্কোণকেই কী ঘর বলে পুরুষেরা?
একখণ্ড কালো মেঘের তলায় দাঁড়িয়ে আছি
বৃষ্টির সংকেত নিয়ে
ফুসফুসে লেখা তোমার নাম ছুঁয়ে দেখবো আজ
এবার ঈশ্বরের সাথে ভাসবো একই ভেলায়
খরস্রোতা নদীর ঢেউয়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...