শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

তোমাকে জানতে চাই ~ সুনীতি দেবনাথ

চলন্ত দিনের প্রান্তিকে বরফ স্তব্ধতা ভেঙ্গে 
ভ্রাম্যমান রাত্রিকে উপেক্ষা করে
মহাবিশ্বের কোন সবুজ নক্ষত্রে তুমি
বিবর্ণ আকাশে হেলান দিয়ে বসে আছো।
সেখানে নিরক্ত আকাশের রঙ নীল নয়
সেখানে স্তরে স্তরে বায়ুমণ্ডলে খেলেনা
শিকল ভাঙ্গা দামাল বাতাস সেটাও জানি।
এমন স্তব্ধতায় স্তব্ধ হয়ে আনন্দ নদীও স্তব্ধ
আলো আছে তবু আলো নেই দিগন্ত হারানো
আবার তুমি দিগ্ বালিকা হয়ে আঁচল উড়াও?


লাবণ্যলতা, এখানে এখন আলো ম্রিয়মান
অন্ধকারের উদ্ধত আস্ফালন সারাটা অস্তিত্বে,
আলোকলতা তুমি অনেক আলোকবর্ষের ওপারে
এমন কোন নিটোল অলৌকিক আলোক তরঙ্গে 
দিন রাত্রি হীন সান্ধ্য সূর্যের উদাসী গৈরিক মহিমা হীন
প্রভাতী আলোর বন্দনা বিহীন কোন লোকে অচঞ্চলা?


দুঃখ সুখ আনন্দ বেদনা রহিত অব্যাখ্যাত জগতে
আত্মার মহিমান্বিত উদ্ভাসে তুমি কোন সত্য নিয়ে
তপস্বিনীর মত বসেছো অনন্ত তপস্যার কঠোর আসনে?
আত্মাও কলুষিত হয় জীবনের অপভ্রষ্ট প্রান্তরে কখনো,
তাই কি বিশুদ্ধ হবার একান্ত সাধনায় মগ্ন রয়েছো তুমি?
বিশ্বাস করি না লাবণ্যলতা তুমি কলুষিত হতে পারো, 
তবে কেন অবিরাম কঠোর তপস্যা তাও তো অজানা —
লাবণ্যলতা, আমার সমগ্রতায় তুমি জড়িয়ে আছো
তপস্বিনী তোমাকে নতুন মহিমায় স্পষ্ট জানতে চাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...