শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

মাঝরাতে ~ জয়ীতা ব্যানার্জ্জী গোস্বামী

শরীরের উষ্ণতা কমে এলেই শীতের আদর
মনখারাপের চাদরটা টেনে নিই বেশ খানিকটা
হাতের মুঠোয় ফসকে যাওয়া "তুই"

একা চাঁদেরই ক্ষয়ে যাওয়া আছে বোধহয়
আর বাকিদের কেবলই আয়ুক্ষয় !
আজকে ভীষণ ইচ্ছে করছে চাঁদ হতে

তুই হয়ত এসময় জয়পুরের এক রিসোর্টে
চকচকে পাথুরে মেঝের নকশা চিনছিস
ঠান্ডা পানীয়ের গেলাসে জোড়া চুমুক
আইস কিউব দুটো গলছে
মিশে যাচ্ছে দুজনাতে

তখনই
ব্যালকনি বেয়ে মুখথুবড়ে পড়েছে একটা আলো
তোর গোলাপী মুখের ঠিক পাশেই
যদি বুঝিস, ওটা আসলে এই কানাভাঙ্গা চাঁদটার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...