কতটা জল আছে কি নেই সেটা বিষয় নয়
বিষয় সেতুটা,সেতুর উপর পারাপারটা,
পারাপার জড়িয়ে ছোটাছুটি-ঠোকাঠুকি
এ সবই বিষয় অন্তর্ভুক্ত
বিষয় সেতুটা,সেতুর উপর পারাপারটা,
পারাপার জড়িয়ে ছোটাছুটি-ঠোকাঠুকি
এ সবই বিষয় অন্তর্ভুক্ত
অথচ বিষয় বহির্ভুত আমার উদ্ভট স্বপ্নে
একটা আস্ত আলোকবর্ষকে রুমাল দেখতে পেলাম
আর তাতে আমার বাহান্ন পুরুষ মুখের ঘাম মুছতে মুছতে
রুমালের সুতোর ভাঁজে ধুলো হয়ে আটকে রইল......
কখনোও ভয়ে আমার ঘাম দিলে সে ধুলোর গন্ধ পাই
সেতুর বাইরে উৎসুক মুখ রাখলে টলটলে জলের স্রোত।
স্বপ্নে একটা আকাঙ্খিত ঝাঁপ আঁকতে চাইছি
যেমন ছেলেবেলায় মৃগনাভি গন্ধ নগ্নতা মাখানো ঝাঁপ
ভরা নয়ানজুলিতে
জানি তখন জলজ পোকা, ব্যাঙ,সাপ,মাছ,শ্যাওলা,ডুব সাঁতার,
আমি এবং ঈশ্বর
একমেবমদ্বিতীয়ম্.......
স্বপ্নে একটা আকাঙ্খিত ঝাঁপ আঁকতে চাইছি
যেমন ছেলেবেলায় মৃগনাভি গন্ধ নগ্নতা মাখানো ঝাঁপ
ভরা নয়ানজুলিতে
জানি তখন জলজ পোকা, ব্যাঙ,সাপ,মাছ,শ্যাওলা,ডুব সাঁতার,
আমি এবং ঈশ্বর
একমেবমদ্বিতীয়ম্.......
কিন্তু তুমি ম্যাজিক বাক্স থেকে লাল ডালিম বের করতেই সব লন্ডভন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন