নারী কবে তুই ছলনা ভুলে প্রেমিকা হবি? কিম্বা দেবদাসী ?
অপেক্ষায় রইলাম ।।
নারী তোর চলে যাওয়া টা প্রত্যাশিত হলেও, ভেবেছিলাম ফিরবি মস্তিষ্কের সেই সান্দ্র লালচে যন্ত্রণার টানে,
কিন্তু হতবাক হলাম অপ্রত্যাশিত ভাবে তোর পিটুইটারি কে কাঠগড়ায় বন্দিদের ভিড়ে দেখে ।।
নারী আমি সহস্র ধিক্কার জানাই তোকে ভালবাসার আমার র্স্পধা কে ।।
নারী তোর যাওয়ার পথে চুরি গেছে র্স্পধা আমার, এখন বিনয় গজিয়ে উঠছে আমার শরীরের কারশেডে ।।
নারী তোর যোনিদ্বারে এ গোটা সভ্যতা মুক্তি পেলেও আমার ভালোবাসার টুকিটাকি তবুও বঞ্চিত তোর সেই আর্দ্রতার জ্বলনে ,
যদিও অধিকার এখন টাকার মোরোকে জরানো , তোর লাজবস্ত নিলাম শুধু মুদ্রার ঝংকারে,
নারী আগে তো বলিসনি ?
নারী তোর নাটুকে সতীত্বের আড়ালে নিজেকে বেচার মানসিকতা ভুলে যাস্ পারেলে ।। নারী তুই মিথ্যাবাদী, তুই নেমেসিস সেজেছিস হাজার বার আমি ডাকলে
এই নারী তুই মায়ের ভালবাসাও হত্যা করেছিস একান্তই।।
নারী তুই পারলে মারা যাস্, কিম্বা ফিরে আয় মায়ের চেনা গন্ধে।।
অপেক্ষায় রইলাম ।।
নারী তোর চলে যাওয়া টা প্রত্যাশিত হলেও, ভেবেছিলাম ফিরবি মস্তিষ্কের সেই সান্দ্র লালচে যন্ত্রণার টানে,
কিন্তু হতবাক হলাম অপ্রত্যাশিত ভাবে তোর পিটুইটারি কে কাঠগড়ায় বন্দিদের ভিড়ে দেখে ।।
নারী আমি সহস্র ধিক্কার জানাই তোকে ভালবাসার আমার র্স্পধা কে ।।
নারী তোর যাওয়ার পথে চুরি গেছে র্স্পধা আমার, এখন বিনয় গজিয়ে উঠছে আমার শরীরের কারশেডে ।।
নারী তোর যোনিদ্বারে এ গোটা সভ্যতা মুক্তি পেলেও আমার ভালোবাসার টুকিটাকি তবুও বঞ্চিত তোর সেই আর্দ্রতার জ্বলনে ,
যদিও অধিকার এখন টাকার মোরোকে জরানো , তোর লাজবস্ত নিলাম শুধু মুদ্রার ঝংকারে,
নারী আগে তো বলিসনি ?
নারী তোর নাটুকে সতীত্বের আড়ালে নিজেকে বেচার মানসিকতা ভুলে যাস্ পারেলে ।। নারী তুই মিথ্যাবাদী, তুই নেমেসিস সেজেছিস হাজার বার আমি ডাকলে
এই নারী তুই মায়ের ভালবাসাও হত্যা করেছিস একান্তই।।
নারী তুই পারলে মারা যাস্, কিম্বা ফিরে আয় মায়ের চেনা গন্ধে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন