মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আলগা মুঠির ফাঁকে ~ আমি পিয়ালী

শীত শেষ হতে আরও কিছু বাকি , শেষ রাতে কোকিল ডাকে দেখি পুলকভরে - মধ্যবসন্তের ভাবনা গুলো ফিরিয়ে এনে ! বাড়ির হাতার মধ্যে বোগেনভালিয়ার ডাল গুলো তে এখন আর পাতা দেখা যায়না ! এখন ওরা ঋতুমতী , ফল হবে ওদের ! তোমার মনে আছে আমাদের পাখি পোষার সেই মিথ্যে শখের দিনে আমরা কেমন শাল বনে উড়ে উড়ে ঘুরে বেড়াতাম ! মহুয়ার মিষ্টি গন্ধ বাতাসে ভাসতো আর পথের ধারে ফুটে থাকা পুটুস ঝোপে তখন কত রঙ ! 
ছত্তিশগড় বেড়াতে এসে এ অঞ্চলের জঙ্গল পাহাড় কে ভালোবেসে তুমি এমনই এক পাখিডাকা ভোরে সিদ্ধান্ত নিয়ে ফেললে এখানেই থাকবে , বেয়ারা জেদ তোমার - কেয়ারটেকার কে দিয়ে খোঁজ খবর নিয়ে কিনে ফেললে দুকামরার এই আশিয়ানা ! জানো এখন এখানে গত গ্রীষ্মে শুকনো পাতায় আগুন লেগে বাড়ির একাংশ পুড়ে গেছে - তোমার কলকাতার সাতাশ তলায় সে গন্ধ পৌঁছায়নি ! কোথা থেকে ঠিকানা নিয়ে ওই বুড়ো ঠিক খুঁজে নিয়েছে আমায় - জোর করে নিয়ে এসেছে এখানে ! আমি তার ঝিমধরা লাল চোখ কে অগ্রাহ্য করতে পারিনি, তোমাকে জানাইনি! কেনই বা জানাবো -ক্ষনজন্মা বর্ষার মত আমাদের ভালোবাসার ইতিদিনে এ বাড়ি তুমি বেঁচে দিতে চেয়েছিলে , মুক্তি চেয়েছিলে পথের পাশে ফুটে থাকা জারহুলের হালকা বেগুনী স্মৃতি আভা থেকে ! 
তোমার অনেক অভিযোগ ছিলো বিষাদ আমার বিলাসিতা বলে ! সে অভিমান ছুটে গেছে কবে ! আমারও তরী কূল পেয়েছে অন্য বিশ্বাসে - কিন্তু কি এক দ্রবণের উৎপল উৎপাতে আমিও আজ চোখ দুটো কচলাচ্ছি বারবার ! 
কোথা থেকে লোক জোগাড় করে এনেছে বুড়ো! কোনো রকমে রাত্রিবাসের যোগ্য করে সারিয়ে তুলছে একটা ঘর, আর আমি বাড়ির পিছনে তির তির করে বয়ে চলা সেই শুকনো নালা টার ধারে দাঁড়িয়ে অভিমান এর সংজ্ঞা টা আরও একবার ঝালিয়ে নিচ্ছি ! মনে আছে তোমার শীত রাতের শেষ ভোরে দাঁতাল বুনো শুয়োর গুলো এ নালায় জল খেতে আসত , ওদের আওয়াজে বিরক্ত তুমি আমার বুকে মাথাটা গুঁজে দিতে এসে আচমকা ঘুম ভাঙ্গা ভোরে! আজ দেখছি ছুঁয়ে - সব একই রকম আছে যেখানে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে গেছিলাম আমরা ! জানি,খুব জানি তুমি এলে এবার আর ফিরতে পারতে না , তাইতো জানাই নি ! যে মুঠি একদিন ঘৃণাভরে আলগা করে দিয়েছিলে সেই মুঠির মধ্যেই তোমার ডেনিম শার্টের তিন নম্বর বোতাম টা সেদিন ধরে রাখা ছিলো - আজ মনে হলো মুক্তি হোক তার পরম স্বস্তিতে , অবুঝঅভিমানে ! 
মন বলছে . . . 
"প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাব না ফাঁকি
সীমারে মানিয়া তার মর্যাদা রাখি 
যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন 
যা পাইনি , বড় সেই নয় "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...