মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

অতীত ~ চন্দ্রাণী বসু


পোড়া নিকোটিনের গন্ধে,
আজও তো ঘুম ভাঙে রোজ,
তবু নেশা লাগে কই?
দামী লিপস্টিকে সেজে,
আজও ঠোঁট লাল হয়,
তবু পোড়া মন ফ্যাকাসেই রই।
টিপ গুলো ঝরে যায় ,
ঝকঝকে আয়নায় মুখ দেখি ,
কপালে টিপের দাগ এখনো মোছেনি।
তোর কাছ থেকে চলে
এসেছি তো সেই কবে....
তোকে ছেড়ে আসা আজও হয়নি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...