পোড়া নিকোটিনের গন্ধে,
আজও তো ঘুম ভাঙে রোজ,
তবু নেশা লাগে কই?
দামী লিপস্টিকে সেজে,
আজও ঠোঁট লাল হয়,
তবু পোড়া মন ফ্যাকাসেই রই।
টিপ গুলো ঝরে যায় ,
ঝকঝকে আয়নায় মুখ দেখি ,
কপালে টিপের দাগ এখনো মোছেনি।
তোর কাছ থেকে চলে
এসেছি তো সেই কবে....
তোকে ছেড়ে আসা আজও হয়নি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন