মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

চরিত্র টি কাল্পনিক ~ শমিতা চক্রবর্তী

আমি সুলগ্না  সেন ----
বহুদিন পর হাতে কালি কলম ;
আমার অবক্ষয়ের দিনলিপি !
মনে পড়ে সেই সব দীন ?
বয়স -সন্ধির স্বপ্ন নিঙড়ে
কুঁড়ি কুঁড়ি ভালবাসা
দিয়েছিলাম তোমায় ?
বলেছিলে উচ্ছ্বল ঝর্ণা আমি
ডাগর দুচোখে প্লাবনের পূর্বাভাস !
বিহ্বল আমি ,চঞ্চল আমি পরম
পাওয়া য় অনাবিল অবকাশ
চলতি জীবন -- বহমান নদী ----
থমকে দাঁড়ায় ভাঁটার টানে ,
পড়ন্ত ভালবাসার রঙ ফিকে হয় --
তোমার ও মন বাঁক নিয়েছে
কখন অন্য -মনে !
বিষাদ মেঘে আকাশ ছাও য়া --
দুমড়ানো মন , মোচড়া ন বুক
ডুকরে কান্না চুপিচুপি ,
আমি সুলগ্না  --------
লিখেই চলি - অবক্ষয়ের দিনলিপি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...