নতুন বছর । নতুন সুর । নতুন বই ।
গত ২৭ শে জানুয়ারী মিলন মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে বাঙ্গালীর নিজস্ব দুর্গোৎসব । পড়ন্ত শীতের শেষ মিঠে ঠাণ্ডায় নিজেকে আরও একবার সেঁকে নিতে বইয়ের জুড়ি মেলা ভার । সুতরাং আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপচে পড়া বইপিপাসু হাজার সহস্য প্রকাশক , কবি , লেখক ও পাঠকে। সোশ্যাল মিডিয়ার নিউজফিডে এখন হট টপিক 'বইমেলা ' -- বছর চারেকের ছোট বাচ্চাটিও এখন খেলা ফেলে শনি-রবিবার এক থেকে দুই , দুই থেকে তিন , তিন থেকে একাধিক স্টলে ঘুরে বেড়িয়ে ক্লান্ত ।
এই ফেব্রুয়ারীতেই 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' -- 'অমর একুশ ' , বাঙালী হিসেবে আমরা নিশ্চয়ই ভুলে যেতে পারি না হাজার হাজার শহিদের রক্তাক্ত সংগ্রাম ? একুশে ফেব্রুয়ারী মাতৃভাষা প্রতিষ্ঠা দিবস । বাঙালী হিসেবে আরও একবার গর্বিত হওয়ার দিন একুশে ফেব্রুয়ারী ।
উৎসবের এই মরশুমে রোদ্দুর পা রাখলো দশ মাসে । এই দশ মাস যাঁদের সৃজনশীল লেখনীতে সেজে উঠেছে রোদ্দুর , তাঁদের সবাই কে উজ্জ্বল ধন্যবাদ ।
ভাল থাকুন সকলে এবং ভাল লিখুন Because writing is the reflection of unsaid voices .
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
এই ফেব্রুয়ারীতেই 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' -- 'অমর একুশ ' , বাঙালী হিসেবে আমরা নিশ্চয়ই ভুলে যেতে পারি না হাজার হাজার শহিদের রক্তাক্ত সংগ্রাম ? একুশে ফেব্রুয়ারী মাতৃভাষা প্রতিষ্ঠা দিবস । বাঙালী হিসেবে আরও একবার গর্বিত হওয়ার দিন একুশে ফেব্রুয়ারী ।
উৎসবের এই মরশুমে রোদ্দুর পা রাখলো দশ মাসে । এই দশ মাস যাঁদের সৃজনশীল লেখনীতে সেজে উঠেছে রোদ্দুর , তাঁদের সবাই কে উজ্জ্বল ধন্যবাদ ।
ভাল থাকুন সকলে এবং ভাল লিখুন Because writing is the reflection of unsaid voices .
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন