মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

একটু উষ্ণতার জন্য ~ চঞ্চল নায়েক

ঘুম জড়ানো শরীরে তোমার চুম্বন স্বাদ অমৃত !
লেগে আছে এই সজাগ শরীরে আজও...
হৃদয়ের স্পন্দনে এখনও সুখময় অনুভূতি !
জিভের পেলবতায় শিরশির করে আমার হৃদপিন্ডটা
তুমি আমায় অকাল-ঘাম দিয়েছো...
শীতের অভিমান হোক !
আমি পরিযায়ী হয়ে উষ্ণতা নিতে যাবো আবার
উত্তুরে বাতাসের কানে বলে যাব, তুমি লজ্জা পেয়োনা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...