মননে আনাগোনা করে ভবঘুরে দিন,
কোন সে আলেয়ায় যে হারালাম তোমায়!!
ধূমায়িত উষ্মায় চাপ চাপ অভিমান,
ছুঁয়ে দেখেছো কখনো!??
কোন অকাল বসন্তে এলো প্রেম,
বানভাসি সময়....নোনতা আবেগ
কোন সে আলেয়ায় যে হারালাম তোমায়!!
ধূমায়িত উষ্মায় চাপ চাপ অভিমান,
ছুঁয়ে দেখেছো কখনো!??
কোন অকাল বসন্তে এলো প্রেম,
বানভাসি সময়....নোনতা আবেগ
:
যদি বলি পিকাসোর ক্যানভাস থেকে লাল চেঁছে নিয়ে,
রাঙাবো তোমার প্রিয় কৃষ্ণচূড়া?
ফিরে চাইবে কি একবারও!?
আমি বৃথাই তবে পেতেছি রঙ-তুলির সংসার।
লাল ভেবে আগুন রেখেছি ভরে...বেরঙিন ভায়ালে।
রাঙাবো তোমার প্রিয় কৃষ্ণচূড়া?
ফিরে চাইবে কি একবারও!?
আমি বৃথাই তবে পেতেছি রঙ-তুলির সংসার।
লাল ভেবে আগুন রেখেছি ভরে...বেরঙিন ভায়ালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন