কেমন আছিস আমায় ছেড়ে ?
কেমন আছিস অনেক দূরে ?
:
তোরও কি আজ লাগছে ফাঁকা
আমায় ছাড়া একা একা ?
:
এই তো সেদিন খুব কাঁদালি
পথ আলাদা বুঝিয়ে দিলি
:
জানিস আমার ঘুম আসেনা
রাতপাখীদের ইচ্ছেডানা
:
এখনো আমার একলা ঘরে
অঝোর ধারায় বৃস্টি পড়ে
:
আজও যেমন লিখতে বসে
বানভাসী মন তোকেই খোঁজে
:
সূর্যোদয়ের স্নিগ্ধ ভোরে
তোর মুখটাই মনে পড়ে
:
তবুও আমি বেশ তো আছি
স্বপ্ন নিয়ে ভালই বাঁচি
কেমন আছিস অনেক দূরে ?
:
তোরও কি আজ লাগছে ফাঁকা
আমায় ছাড়া একা একা ?
:
এই তো সেদিন খুব কাঁদালি
পথ আলাদা বুঝিয়ে দিলি
:
জানিস আমার ঘুম আসেনা
রাতপাখীদের ইচ্ছেডানা
:
এখনো আমার একলা ঘরে
অঝোর ধারায় বৃস্টি পড়ে
:
আজও যেমন লিখতে বসে
বানভাসী মন তোকেই খোঁজে
:
সূর্যোদয়ের স্নিগ্ধ ভোরে
তোর মুখটাই মনে পড়ে
:
তবুও আমি বেশ তো আছি
স্বপ্ন নিয়ে ভালই বাঁচি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন