শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

বিকেলবেলা ~ শৌনক সরকার

ব্যস্ত বিকেলবেলাগুলোতে হরিদাস ছুটে যেত শিয়ালদা স্টেশনে | একটার পর একটা ট্রেন চলে যেত আর দেখতে দেখতে সময় কেটে যেত ওর | ট্রেনের চলে যাওয়াটা ওকে ভাবাতো, বাউন্ডুলে হরিদাসের মন তখন আরো দূরে কোথাও
যেতে চাইত | এই মূহুর্তগুলোতে ও শুনতে পেত সত্যজিত বাবুর পথের পাঁচালী সিনেমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক | মাঝে মাঝে এই ক্ষণিকের সুখ ওকে আনন্দ দিত | মাঝে মাঝে একটা বউকে দেখতে পেত ও আর ওর পরণে শাড়ীটা দেখে ওর একটা গান মনে পরতো , যেন বউটা গাইছে " ছাতা ধরো হে দেওরা এসান সুন্দর শাড়ী আমার ভিঁজ গেলাই না " |
বিকেলটা শেষ হয়ে আসে আর বাউন্ডুলে
হরিদাস ফিরে যায় তার বাউন্ডুলের আখড়ায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...