শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

পলাশ ~ রঘুনাথ মণ্ডল

দুঃখের দিনে পলাশের মতো সাথী কেউ হয় না 
বাবার মুখাগ্নী পলাশের ডাল দিয়ে 
পিণ্ড দান পলাশ পাতায় 
কীর্তনের প্রসাদ সেই পলাশ পাতায়
কেউ নেই পাশে দাঁড়িয়ে দুঃখের কথা শুনবে
তখন পলাশ পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখে
আমার চোখের জল আর পলাশের কাদঁতে কাঁদতে পাতা ঝরা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...