তোমার ঠিকানায় গিয়ে
নিঃশব্দে তিনবার বললাম
চিচিংফাঁক.................. !
অলজ্জার পাহাড় দু-টুকরো হবার আগে
কলিংবেলের দূরত্বে নিজেকে আবার সাজালাম
খাজানার লোভে |
খোলা চুলের কার্পেটে
রক্তকরবী ছেঁড়া ঐশ্বর্যের বিছানা পেলাম |
এ কি ? চল্লিশচোর
মুখ লজ্জার ভয়ে
দু-হাত তুলে চেঁচিয়ে বললাম
আমি আলীবাবা নই |
নিঃশব্দে তিনবার বললাম
চিচিংফাঁক.................. !
অলজ্জার পাহাড় দু-টুকরো হবার আগে
কলিংবেলের দূরত্বে নিজেকে আবার সাজালাম
খাজানার লোভে |
খোলা চুলের কার্পেটে
রক্তকরবী ছেঁড়া ঐশ্বর্যের বিছানা পেলাম |
এ কি ? চল্লিশচোর
মুখ লজ্জার ভয়ে
দু-হাত তুলে চেঁচিয়ে বললাম
আমি আলীবাবা নই |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন