কতটুকু আর চিনেছি নিজেকে!
যাওয়া, আসা আর বিন্দুবৎ
ছায়ার ভিতর বাড়তে থাকা
আত্ম-অনুসন্ধান;
এইমাত্র লিখে রাখে পথচারী দাবি-দাওয়া সব.…
এখানেই থামি যদি?
জানি, এ জীবন আসলেই
ধুলোর অবধি!
পিছুটানে রাত ঘন হলে,
গাঢ় চোখ ঢেকে রাখে ভোরের আজান..…
আত্মপ্রতিকৃতি?
কতটুকু আর চেনা যায়!
বিকেল ফুরিয়ে এলে;
অলিখিত ঠোঁট আর মুখের আদল ভেঙে
জেগে থাকে শুধু
নদীমাতৃক আমার সন্তান ।
যাওয়া, আসা আর বিন্দুবৎ
ছায়ার ভিতর বাড়তে থাকা
আত্ম-অনুসন্ধান;
এইমাত্র লিখে রাখে পথচারী দাবি-দাওয়া সব.…
এখানেই থামি যদি?
জানি, এ জীবন আসলেই
ধুলোর অবধি!
পিছুটানে রাত ঘন হলে,
গাঢ় চোখ ঢেকে রাখে ভোরের আজান..…
আত্মপ্রতিকৃতি?
কতটুকু আর চেনা যায়!
বিকেল ফুরিয়ে এলে;
অলিখিত ঠোঁট আর মুখের আদল ভেঙে
জেগে থাকে শুধু
নদীমাতৃক আমার সন্তান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন