প্রেমের খড়কুটো সময়ের অভীপ্সায় ভাঙলে ,
গ্লো-সাইন বোডে কোনো নাটক দেখবেনা শহর ।।
দলাপাকানো কিছু শব্দ গলায় থেকে গেলেও ,
আলগা করে দেবো সব অযাচিত সম্পর্কের রাশ
গ্লো-সাইন বোডে কোনো নাটক দেখবেনা শহর ।।
দলাপাকানো কিছু শব্দ গলায় থেকে গেলেও ,
আলগা করে দেবো সব অযাচিত সম্পর্কের রাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন