শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

বেঁচে আছি বিশ্বাসে-অবিশ্বাসে ~ চঞ্চল নায়েক

তোমার জন্য আদিম ভালবাসার ভান্ডার !
বুঝতে চাওনি কোনদিন...
:
তোমার জন্য হৃদয় কেঁদেই চলেছে অবিরত !
তুমি শুনতে পাওনি...
:
তোমার বুকেই আঁকা আছে আমার সুখের ক্যানভাস!
তুমি খুলেও দেখোনি...
:
তোমার চোখে জগৎ দেখি আগের মতোই !
তুমি অনুভব করোনি তা...
:
তোমার ঠোঁটে আমার যত আদর আছে লুকিয়ে !
একবারও জিভ বুলিয়ে দেখোনি...
:
তোমার এতো পাশে থাকি, তবুও বলো দূর !
তুমি কাছে আসতে শেখোনি...
:
তোমার প্রেরণাগুলো আমার চলার সাথী !
তুমি বিশ্বাস করোনা...
:
আমার সাথে বিচ্ছেদের সলতে পাকিয়েছো !
সেটা আমি বিশ্বাস করিনা...
:
আমি কোন অনুসন্ধান চাইনা...
তোমার সব না সত্ত্বেও আমি তোমার স্বপ্নে বাঁচি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...