মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

দোসর ~ সুমনা পাল ভট্টাচার্য


সিগন্যালে গাড়িটা দাঁড়াতেই
ছুটে এলো ওই ছেলেটা,
"দিদি, কি তাজা ফুল,নিয়ে দ্যাখো হাতে !!"
অভ্যেসের বশে টাকা দিয়ে, ফুল নিয়ে -
ফিরলাম গন্তব্যে সবুজ আলোর সাথে...

চেনা ফ্ল্যাটের দরজা খোলে..
আলো জ্বলে,
হয় স্বপ্নপুরী...
নিশ্চুপ ঘর,
কথার পাহাড়...
ক্লান্ত শরীর আর টাটকা মনে -
দোঁহে মিলে গল্প জুড়ি...

তারপর টিভির রিমোট আর কফির ধোঁয়ায়
শুধু চলাচল তোমায় ঘিরে...
কখনো তুমি আমার পাশে -
কখনো বা ওই টেবিলে -
কখনো দরজার কাছে -
কখনো কলিং - বেলে -
আমার "একা" তোমায় ঘিরে
সুখসায়রে ধীরে ধীরে...

বুকের ভেতর হিম বয়ে যায়
এমন করে তাকিয়ে থাকো -
আমার শরীর পতঙ্গ হয়
তোমার আগুন মাখবে বলে..
আমার ঠোঁটে তোমার শাসন...
স্বপ্নআলোয় রাতের বেলা -
জাগিয়ে রেখে আদর আঁকো...

তুমি আমার বুকের ভেতর-
তুমি আমার প্রাণের মানুষ...
তোমার পরশ প্রতি পলে -
ছন্দে-তালে..জীবন দোলে-
তোমায় ডাকি 'দোসর ' বলে...
বেশ তো আছি -
"আমি", "তুমি" আর "স্বপ্ন - ফানুস"..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...