নিঝুম রাতে হাত বাড়ালে
আমি অনেক কিছুর স্পর্শ পাই,
ব্যর্থ প্রেম, দিকভ্রান্ত হৃদয়,
অনিন্দ্য সুন্দর মুখশ্রী আরও কতো কি!
আমি অনেক কিছুর স্পর্শ পাই,
ব্যর্থ প্রেম, দিকভ্রান্ত হৃদয়,
অনিন্দ্য সুন্দর মুখশ্রী আরও কতো কি!
উদ্ভাবনী উত্কর্ষে আমার অন্তস্থ সত্তা
তখন হঠাত্ আলোর ঝলকানি পায়,
স্নায়বিক তন্ত্রীগুলোয় চাপ দিয়ে নেপথ্য হাত
তোলে অনুরণন আর অনুরণন......
‘আমার মতন সুখী কে আছে
আয় সখী আয় আমার কাছে.....’
আরও কত কি!
তখন হঠাত্ আলোর ঝলকানি পায়,
স্নায়বিক তন্ত্রীগুলোয় চাপ দিয়ে নেপথ্য হাত
তোলে অনুরণন আর অনুরণন......
‘আমার মতন সুখী কে আছে
আয় সখী আয় আমার কাছে.....’
আরও কত কি!
নিঝুম রাতে হাত বাড়ালে
আমি পৃথিবীর সেরা প্রেমিকের সিংহাসনও
দখল করতে পারি!
আমি পৃথিবীর সেরা প্রেমিকের সিংহাসনও
দখল করতে পারি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন