মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

তিস্তা ~ অরিজিৎ গুহ

তিস্তা,
আজ খুব মনে পড়ছে
আমাদের সেই প্রথম চুম্বন।
শরীরে জাগিয়েছিল কী ভীষণ শিহরণ।
বসন্ত পঞ্চমির সেই বিকেলে
তুমি এলে একটা সাদা চুড়িদারে,
ভীষণ সুখের একটা অপার্থিব অনুভূতি
গ্রাস করেছিল আমায়।
সদ্য প্রস্ফুটিত জুই ফুলের মত
লাগছিল তোমায়।
আমি প্রাণভরে তোমার আঘ্রাণ নিয়েছিলাম।
তোমার কোমল ওষ্ঠ
আমার বুকে জ্বালিয়েছিল আগুন সুস্পষ্ট।
নিজেকে মনে হয়েছিল বীর আলেকজান্ডার,
শত সাম্রাজ্য হেলায় জয় করে
ফেলে দিতে পারি পায়ে তোমার।
তোমার সেই গরম নিঃশ্বাসে
ঘুম ভেঙেছিল হাজার ভিসুভিয়াসের।
কন্ঠলগ্না হয়ে তুমি বলেছিলে
ছেড়ে যাবে নাতো আমাকে?
না তিস্তা
ছেড়ে যাই নি আমি তোমাকে।
এখনো জীবনের সর্পিল পথে যেতে যেতে
হঠাৎ হঠাৎ খামচে ধরি আমার বুকটাকে।
ভাঙাচোরা এক আয়নার মত যেখানে
আমি তোমাকে আঁকড়ে ধরে রেখেছি।
কাঁচ গেথে রক্তাক্ত হয় আমার বুক
প্রতিদিন প্রতিরাতে।
যন্ত্রণাময় এক আবেশে আমি তলিয়ে যাই
অতল থেকে অতলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...