ভোররাতে শিশুটিকে ছেড়ে গেল অচেনা ;
ঘুমের পরে ছি'ল ধংসের সকাল,
তাই টারজান কোলে তুলে নিয়েছিল তাকে ;
খবর পেয়ে ছুটে আসে যমদূত,
(মহাভারতের শেষ মলাটের মতো)
সময় হয়নি বলে আগলাতে
এবং পৃথিবীর কানে ছিন্নমূলের খবর ছুঁড়ে দিতে..
ঘুমের পরে ছি'ল ধংসের সকাল,
তাই টারজান কোলে তুলে নিয়েছিল তাকে ;
খবর পেয়ে ছুটে আসে যমদূত,
(মহাভারতের শেষ মলাটের মতো)
সময় হয়নি বলে আগলাতে
এবং পৃথিবীর কানে ছিন্নমূলের খবর ছুঁড়ে দিতে..
পড়ে রইলো কেন?
তৃতীয় পক্ষের মতোই প্রশ্ন আমার ...
তবে কি,
অন্য প্রেমের গুটি দিয়ে প্রেম কাটাকুটি খেলা?
কাটা যায়?
যায়নি বলেই, ভগ্নাংশের ঘুমে শিশু ...!
অচেনাও বোঝে বা বুঝে যাবে,
পূর্ণ সংখ্যা মুছলেও ভগ্নাংশ পিছু ছাড়েনা ....
তৃতীয় পক্ষের মতোই প্রশ্ন আমার ...
তবে কি,
অন্য প্রেমের গুটি দিয়ে প্রেম কাটাকুটি খেলা?
কাটা যায়?
যায়নি বলেই, ভগ্নাংশের ঘুমে শিশু ...!
অচেনাও বোঝে বা বুঝে যাবে,
পূর্ণ সংখ্যা মুছলেও ভগ্নাংশ পিছু ছাড়েনা ....
নাকি, অশনিসংকেতে ব্যক্তিগত বিষবৃক্ষ দর্শন!
অথবা, আকস্মিক জিভকাটা মিশটেক!
তোমাদের জুতোর তলায় এতো শ্যাওলা কেন ..!
অথবা, আকস্মিক জিভকাটা মিশটেক!
তোমাদের জুতোর তলায় এতো শ্যাওলা কেন ..!
হুমমমম ....!
হয়তো, অথবা, নাকি, ইসসসসসস
এবং ইত্যাদি সব শব্দজ দৈনন্দিন স্লিপিং
আজকের জরুরী যতিচিহ্ন...,
শব্দ আর নয় ...!
হয়তো, অথবা, নাকি, ইসসসসসস
এবং ইত্যাদি সব শব্দজ দৈনন্দিন স্লিপিং
আজকের জরুরী যতিচিহ্ন...,
শব্দ আর নয় ...!
তাহলে, এককোটির কবিতার পরে,
তুমি আর আমি, থাকছি না ..!
থাকা যাচ্ছে না, এই নতুন যতিচিহ্নের ভীষণ ভীড়ে..
অতঃপর, এবং শুধুমাত্র
একটা অচেনা "আপনি"-ই গড়া যাক, তাহলে ..।।
তুমি আর আমি, থাকছি না ..!
থাকা যাচ্ছে না, এই নতুন যতিচিহ্নের ভীষণ ভীড়ে..
অতঃপর, এবং শুধুমাত্র
একটা অচেনা "আপনি"-ই গড়া যাক, তাহলে ..।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন