মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ডাকবাক্সের সঙ্গীরা (২) ~ জয়াশিস ঘোষ



পেনশনহীন বাবা রাস্তার মোড়ে
শিকড় ছড়িয়ে বসে আছে
সারা দেহে জ্যোতিষী, তান্ত্রিক, বশীকরণ
পরিবেশবাদীদের আনুকুল্যে
চিতা জ্বলেনি এখনো
পায়ের কাছে শনিঠাকুর পয়সার থালা নিয়ে
গলায় মানতের ইঁট ঝুলে একটু কুঁজো
সর্বধর্মের বিজ্ঞাপন।
শুধু দীপাবলি এলে
টুনিবালবের আলোয় যখন ধূসর পাতায়
সবুজ পোঁচ লাগে
মনে হয় যীশু হাসছে আলোর মুকুট পরে
...................................ক্রুশবিদ্ধ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...