মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

নিজস্বী ~ পিয়ালী মজুমদার

' রোদ্দুর সাপ্তাহিকী ' ( বিষয় - অবচেতন ) বিভাগের দ্বিতীয় স্থানে নির্বাচিত 
----------------------------------------------------------------------------

একটা বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে সমস্ত না বলা কথা । মনের অলিগলি চুঁইয়ে বিকেল নেমেছে লালমাটি বুকে । ভিতর ঘরে আওয়াজ উঠছে কতরকম!
কেউ সুর ভাঁজছে আপনমনে…
"বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পরশি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে..….…"
কারো চুড়ির রিনঠিন, কেউ অচেনা কোনও নাম ধরে থেকে থেকে ডেকে উঠছে স্নায়ুতন্ত্রে!
কেউ আবার চুপটি করে, একফালি হাসি রেখে চলে যাচ্ছে কৌতুহলী জানালাটার একপাশে..…।
এইভাবে কেটে যাচ্ছে দিন…
এইভাবে কেটে যাবে গোটা একটা রাত ।
ডাইরির পাতা ওল্টাই… শব্দেরা ভিড় করে,
আমি আরও একবার ঘন হয়ে বসি…
আমার অবচেতন আবছায়ায় ।

৩টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...