বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

নারীমনের শেষ ঠিকানা; মৃত্যু ~ বৈশাখী রায়চৌধুরী


প্রেম প্রতিদিন এসে দাঁড়ায় দুয়ারে
ভিখারীর বেশে।

সন্ত্রাস আনতে পারে না,
বিপ্লবী চেতনারা কতদিন এসে সেতার বাজায়নি ভাঙা জানালার ওপাশে।
চেনামহল,
শুধু সম্পর্কের দড়ি টানাটানি খেলা।
প্রেমিকরা কেবল চারাগাছ হতে পারে,
সূর্যমুখী ফোটাতে পারে না কোনোদিন।
তাই তো কুসুমেরা আজও শুধু শরীর খোঁজে,
আর জীবাশ্ম নারীমন খোঁজে মৃত্যুর ঠিকানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...