বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

জীবন ~ জয়দীপ বসু

আমি নয় ----- জীবন 
চেয়েছে তোমায় 
পথিক ,
চুপিসারে থামায় !
বলি ,
তোমার ঝোলা থেকে ;
একটুকরো চাঁদ নেব
জীবন নেব
অমাবস্যার নিসতব্ধ  অন্ধকার
বিস্ফোরণ -- ছাই চাপা কামনার
পথিক ,
কণ্ঠস্বরে কঠিন অন্বেষণ
ঈশ্বরের চুপিসারে রেজারেকশন
মন তবু পথ খোঁজে --- গন্তব্যহীন
একলা সে রাত গহীন
অতি গহীন ---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...