তুলোর মত তুষারপাত,
আমার ছোটোবেলার প্রেম।
বরফের সাথে জীবন যাপন,
করতে চাইবো
যদি এবছর শূণ্যঅঙ্ক ছুতে পারে আমার বোবা শহর।।
কমলা ক্রীম দেওয়া বিস্কুটের মতো
একটা ছোটোবেলার সূর্য,
আমায় দিয়ে যায় পাতাঝরা গাছের আবডাল,
সেদিন তো আমি নদীর পাড়ের নীরব কবি,
যেদিন দুঃসাহসের গলাকাটা লাশ আমায় ফিরিয়ে দিয়ে গ্যালো,
প্রত্যেকটা মানুষ,
মানুষ জনপ্রতি।
আমার ছোটোবেলার প্রেম।
বরফের সাথে জীবন যাপন,
করতে চাইবো
যদি এবছর শূণ্যঅঙ্ক ছুতে পারে আমার বোবা শহর।।
কমলা ক্রীম দেওয়া বিস্কুটের মতো
একটা ছোটোবেলার সূর্য,
আমায় দিয়ে যায় পাতাঝরা গাছের আবডাল,
সেদিন তো আমি নদীর পাড়ের নীরব কবি,
যেদিন দুঃসাহসের গলাকাটা লাশ আমায় ফিরিয়ে দিয়ে গ্যালো,
প্রত্যেকটা মানুষ,
মানুষ জনপ্রতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন