বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

শিকড় ~ সুকান্ত চক্রবর্তী

গাছের শিকড় আজও মাটিতে জলের খোঁজ করে 
আর তারারা আজও আকাশের দিক মাপে । তবে
তা বলে মৃত্যু একঘেয়ে নয় ; কবরে দিলে 
ঠিক শিকড়েই মিশে যাবো , আর জ্বালিয়ে দিলে
অনন্ত সময় ধরে আকাশের দিক মেপে যাবো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...