' রোদ্দুর সাপ্তাহিকী ' ( বিষয় - অবচেতন ) বিভাগের তৃতীয় স্থানে নির্বাচিত
--------------------------------------------------------------------------------
ফালি চাঁদের আয়নায়
নিজেকে পড়ন্ত ---
রেতবিন্দুর মতো লাগে,
ফিঁসানি রাত্রি মুখে
কুলুপ এঁটে ---একটা
নৈ:শব্দ্যের কোলাজ হয়ে
দাঁড়িয়ে ---তপ্ত বাঁকানো নারীর
মতো ---কাস্তে ডাহুকীর পাড়ে ;
#
নিজেকে পড়ন্ত ---
রেতবিন্দুর মতো লাগে,
ফিঁসানি রাত্রি মুখে
কুলুপ এঁটে ---একটা
নৈ:শব্দ্যের কোলাজ হয়ে
দাঁড়িয়ে ---তপ্ত বাঁকানো নারীর
মতো ---কাস্তে ডাহুকীর পাড়ে ;
#
পিঁড়ি-আঙ্গিনায় দুটি তারা
আদিম ক্রিয়ায় ব্যস্ত,
'জোতসা' ঘামে---
রাত্রি চোখ বুজে;
বন্ধ্যা রাত্রি শৈবালের
চাদর মুড়ে ---উঁকি দেয়
রেলিঙের ওপাড়ে;
#
আদিম ক্রিয়ায় ব্যস্ত,
'জোতসা' ঘামে---
রাত্রি চোখ বুজে;
বন্ধ্যা রাত্রি শৈবালের
চাদর মুড়ে ---উঁকি দেয়
রেলিঙের ওপাড়ে;
#
আসঙ্গ লিপ্সায় পুরুষ
রজ:স্ফলার রক্ত চাটে,
জঙ্ঘার ক্ষণপ্রভা দ্রুতি
চোখের পলক অবশ
করে ---ভাঁড়ার ঘরে সিঁদ কেটে;
#
রজ:স্ফলার রক্ত চাটে,
জঙ্ঘার ক্ষণপ্রভা দ্রুতি
চোখের পলক অবশ
করে ---ভাঁড়ার ঘরে সিঁদ কেটে;
#
পত্রালি নিশির ঘুম
রাত্রির বিছানায়, ভিয়েন
তোলে ডিম্পল গালে,
শিৎক্কারের ফোঁসানি ---
লিবিডো হয়ে, রাত্রির চোরাবালি
সদ্ভোগের পিঠে আঁচড় কাটে;
#
রাত্রির বিছানায়, ভিয়েন
তোলে ডিম্পল গালে,
শিৎক্কারের ফোঁসানি ---
লিবিডো হয়ে, রাত্রির চোরাবালি
সদ্ভোগের পিঠে আঁচড় কাটে;
#
রতিসুখসারে ভোর
রাত্রির পায়ে---নিক্কণ রাস
হয়ে দেয়---ভজন সুর
পদাবলি প্রেমে;
রাত্রির পায়ে---নিক্কণ রাস
হয়ে দেয়---ভজন সুর
পদাবলি প্রেমে;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন