মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

সতীত্ব ~ অরিজিৎ বাগচী

প্রেমের ছায়াপথ ধরে শরীর মুক্তি খুঁজলে
মন বিষাদে জ্বলে ,
চোখের অভিসারী সিক্ততা অভ্যাসে সয়ে যায় ।।
পেশীর স্নায়বিক সঞ্চালনে সচকিত হলে
তুমির মুখোশ টা,
সতীত্ব পর্দা জরায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...