বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

রাতের কবিতা ~ শান্তনু দাশ

(১)
এই রাত শুধুই আমার
এই রাত হয়তোবা তোমার
এই রাত জানে তঞ্চকতা
এ'রাত কেবল অন্ধকার
(২)
একটা রাত এমন এসেছিলো
পড়ে থাকেনি কিছু মাত্র বলার
একটা রাত হঠাৎ শুরু হলো
অন্যভাবে অন্য পথে চলার
(৩)
কিছু রাত নিদ্রাহীন শুধুই
স্মৃতির পাতায় নুড়ি পাথর কুড়ায়
কিছু রাত অন্যমনস্ক খুব!
ক্লান্ত চোখে প্রশ্নহীন ঘুমায় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...