একলা দাঁড়িয়ে থেকো কোজাগড়ি পাহাড়ের ঢালে
ঠিক এসে যাব রাতের দ্বিতীয় প্রহরে নরম হয়ে এলে
ঝিঁঝিঁর কান্না
মৃত্যুপুরের খুব কাছে আমার ট্রেন দাঁড়িয়ে গেলে
অজানা কেউ লন্ঠন তুলে এগিয়ে দেবে
প্রতিক্ষিত ঝর্ণা
বর্জনের ইচ্ছা পোষ মানিয়ে কতদুর যাবে
পাতা খসলে কার হাহাকার শোন শিউলী তলায়
নিকানো উঠোনে
যতগুলো তারা ভাসালে দক্ষিণের ঘাটে
আর ঘাট ভাসিয়ে দিলে নগ্ন নির্জনে
দশমী ভাসানে
কলমকারির মেটে কারুকাজ দিয়ে
পাহাড়তলীতে তোমার জলার কিনার
একলা উছল
একলা দাঁড়িয়ে থেকো কোজাগড়ি পাহাড়ের ঢালে
মুক্ত অপেক্ষা রেখো অহিংস অলোর কাছে
চ্ছ্বলাৎছল অলোকানন্দা
ঠিক এসে যাব রাতের দ্বিতীয় প্রহরে নরম হয়ে এলে
ঝিঁঝিঁর কান্না
মৃত্যুপুরের খুব কাছে আমার ট্রেন দাঁড়িয়ে গেলে
অজানা কেউ লন্ঠন তুলে এগিয়ে দেবে
প্রতিক্ষিত ঝর্ণা
বর্জনের ইচ্ছা পোষ মানিয়ে কতদুর যাবে
পাতা খসলে কার হাহাকার শোন শিউলী তলায়
নিকানো উঠোনে
যতগুলো তারা ভাসালে দক্ষিণের ঘাটে
আর ঘাট ভাসিয়ে দিলে নগ্ন নির্জনে
দশমী ভাসানে
কলমকারির মেটে কারুকাজ দিয়ে
পাহাড়তলীতে তোমার জলার কিনার
একলা উছল
একলা দাঁড়িয়ে থেকো কোজাগড়ি পাহাড়ের ঢালে
মুক্ত অপেক্ষা রেখো অহিংস অলোর কাছে
চ্ছ্বলাৎছল অলোকানন্দা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন