আজ আমি যুদ্ধের পৃথিবী থেকে ছিটকে গেছি,
লুপ্ত নগরীর শেষ সিঁড়িতে বসে ভেবেছি গতজন্মের কথা,
পূর্ণের কথা,
লুপ্ত নগরীর শেষ সিঁড়িতে বসে ভেবেছি গতজন্মের কথা,
পূর্ণের কথা,
চিনির সিরা মেখে দাঁড়িয়েছি নগরীর মাঝখানে
আর চারিদিক থেকে দৈত্যাকারে পিঁপড়েরা দৌড়ে আসছে আমার দিকে,
আর চারিদিক থেকে দৈত্যাকারে পিঁপড়েরা দৌড়ে আসছে আমার দিকে,
আমি কি তখনও কবি হয়ে উঠতে পারি?
ভোর রাত্তিরের প্রথম সূর্যোদয়ের সাথেই শরৎকাল এসেছিল,
কাশফুল আর মেঘেদের রাশি রাশি বেদনার কারন জেনে
নিজেকে চিৎকার করে ঘুমের ওপারে নিয়ে গেছে,
আর আমি কাদা পায়ে সাহস ছড়িয়ে ছুটে বেড়াই।
কাশফুল আর মেঘেদের রাশি রাশি বেদনার কারন জেনে
নিজেকে চিৎকার করে ঘুমের ওপারে নিয়ে গেছে,
আর আমি কাদা পায়ে সাহস ছড়িয়ে ছুটে বেড়াই।
তখনও আমার নগরীতে বাতি নেই,
জ্যোৎস্না রাত্তিরে নগরীর শেষ বাঁক থেকে সূর্যকে ভুল বোঝানো শুরু হয়
ভোর রাত্তিরে মল্লিকা ফুলের পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার সময়
অবশ শরীরে নিজেই বলে উঠেছিলাম,
জ্যোৎস্না রাত্তিরে নগরীর শেষ বাঁক থেকে সূর্যকে ভুল বোঝানো শুরু হয়
ভোর রাত্তিরে মল্লিকা ফুলের পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার সময়
অবশ শরীরে নিজেই বলে উঠেছিলাম,
হেমন্তে হলুদ তুমি,
আর আমি আজও লাল হয়ে আছি।
আর আমি আজও লাল হয়ে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন