বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

ফিরে এসো প্রেম ~ রঘুনাথ মণ্ডল


কবরের পাশে শুয়ে আছে সময়
জীবন আর মৃত্যুর একমাত্র আত্মীয়
কোপাই স্রোত বয়ে চলে কবর পাশে সময় ছুঁয়ে
তুমি ফিরে এলে কোপাই আর কাঁদবে না
আমার প্রেমের কথা বলো সময়
সেখানে তুমি শরীরী খেলা না খেলে চু কিত্ কিত্ খেলবে
বটবৃক্ষ ঝুরি ধরে দোল খাবে
এক বার এ খেলা খেললে কবর থেকে সরে পড়বে মাটি
আমিও ছোঁব তোমায় ছু.... বলেই-------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...