দ্রুতপায়ে হাঁটতে থাকি বাকী পথটুকু ধরে
ধুলো ওড়ে, ওড়ে খড়কুটো বাতাসে ভর করে।
মনের পরদাতেও লেগেছে রাশি রাশি ঝুলকালি-ধূলি
সেখানেও নেমেছে বুঝি বিষাদের গোধূলি?
তারমানে প্রতিটি দিনান্তের শেষে
অশান্ত মনখানি বিষাদের স্রোতে গিয়ে মেশে!
হয়তো হবে, হয়তো বা নয়
তবুও সোজা পথটি ধরে হেঁটে যেতে হয়
শেষ সীমানার দিকে নিশ্চিন্ত মনে, পরম নির্ভয়ে
সেথায় পাওয়া যে যাবে জীবনের সত্য পরিচয়।
ধুলো ওড়ে, ওড়ে খড়কুটো বাতাসে ভর করে।
মনের পরদাতেও লেগেছে রাশি রাশি ঝুলকালি-ধূলি
সেখানেও নেমেছে বুঝি বিষাদের গোধূলি?
তারমানে প্রতিটি দিনান্তের শেষে
অশান্ত মনখানি বিষাদের স্রোতে গিয়ে মেশে!
হয়তো হবে, হয়তো বা নয়
তবুও সোজা পথটি ধরে হেঁটে যেতে হয়
শেষ সীমানার দিকে নিশ্চিন্ত মনে, পরম নির্ভয়ে
সেথায় পাওয়া যে যাবে জীবনের সত্য পরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন