বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

বহুমাত্রিক ~ অরিজিৎ বাগচী

অস্তিত্ব বোধের স্লোগান যখন 
আত্মা তে উঁকি মারে -
তখন বোঝা যায় জীবন ও ভালোবাসা বোধ দুটি একে অপরের পারস্পরিক স্বত্বা ।।
এরা এক সাথে পাশাপাশি চলে,
হামাগুড়ি দেয়, প্রতি ফলিত হয় একে অপরের গায়ে ।।
কিন্তু এদের মিশে যাওয়াটা, দিগন্তের ওপারে, যা শুধু মাত্র বিশ্বাসের আস্তরন, না দেখা সত্যির অসহায়ত্বের যবনিকাপাত ।।
এই দুই বোধের জন্ম কথা স্কেচ করে সম্পর্ক, সম্পর্ক ই হল এই দুই ভেজা ট্রাম লাইনের শেষ একক,
ট্রামের টুঙটাঙ।।
এর পর একটু ভেজা তুলির টান ক্যানভাসে ,
আর সময়ের প্রেক্ষাপটে জেগে ওঠা এক সবল পরিকাঠামো - অনুভূতি ।।
যে অন্ধ নয় , বধির নয় , তাই সে ভালোবাসা ও নয় ।।
শুধু ভালোবাসার মতো দেখতে কিছু ভালোলাগা চেহারা ,
যা অন্তঃসার শূন্য সুডৌল নিটোল পিটুইটারির জ্যামিতি মাত্র 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...