বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

যতটুকু বলা বাকি ছিল ~ অর্ণবকমল বসুভট্টাচার্য

প্রতিদিন দূরে সরে যাই যেভাবে,
যেভাবে যানজট পুষে রাখে বিকেল পাঁচটা...
সেভাবে কাছে টেনে নেবে না?
এই হঠকারি দিনকাল, এই জলোচ্ছ্বাসে
এতখানি সরে থাকা যায়?
সমুদ্র না হয় ঢেউ খেলায়,
আলো আলো জমকালো পথে ফেরা হয়নি!
ঠিকানা খুঁজেছি রোজই,
আমার চিলেকোঠা- কড়িকাঠ জুড়ে
তুমি তুমি তুমি ভেসে এসো..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...