প্রতিদিন দূরে সরে যাই যেভাবে,
যেভাবে যানজট পুষে রাখে বিকেল পাঁচটা...
সেভাবে কাছে টেনে নেবে না?
যেভাবে যানজট পুষে রাখে বিকেল পাঁচটা...
সেভাবে কাছে টেনে নেবে না?
এই হঠকারি দিনকাল, এই জলোচ্ছ্বাসে
এতখানি সরে থাকা যায়?
এতখানি সরে থাকা যায়?
সমুদ্র না হয় ঢেউ খেলায়,
আলো আলো জমকালো পথে ফেরা হয়নি!
আলো আলো জমকালো পথে ফেরা হয়নি!
ঠিকানা খুঁজেছি রোজই,
আমার চিলেকোঠা- কড়িকাঠ জুড়ে
তুমি তুমি তুমি ভেসে এসো..
আমার চিলেকোঠা- কড়িকাঠ জুড়ে
তুমি তুমি তুমি ভেসে এসো..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন