বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

গোত্রহীন ~ নীল মলয়

এমনটাই যদি হয়
বিনাশ তবে অপ্রয়োজনীয়
নাম লিখে মুছে দিও
ব্যস্ত যখন শীত অকাল.
আবেগ যদি ছলকে পড়ে
মূল্য তবে অহেতুক
দোষ-গুনের সমীকরণে
ষড়রিপুর মহাকাল..
অবক্ষয়ের মূল্যবোধ
ভীষণ দামী সোনার কাঠি
তার চেয়ে মেঘ নামুক
বৃষ্টি আসুক বিকেল জুরে
স্বপ্ন দিনে তোমায় পাবো
এক্কেবারে সুতোয় বেঁধে
মায়ার আচল দাগ কাটবে
আদর হবে অতিথি অবুঝ ;
রাতকে রেখো বুকের মাঝে
অতল হোক আরও গভীর
দ্বন্দ্ব সমাস বারোমাসের
শঙ্খ লাগুক শবের খাটে.
বুলেট ছবি জেহাদ ভুলে
আগুন জ্বলুক শরীরজুরে
ভষ্ম হয়ে মিলব আবার
কবিতার- ই লাসকাটা ঘরে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...