পূজো মানে, শিউলি ফুল
আর নীল আকাশে সাদা মেঘের ভেলা,
পূজো মানে, পদ্ম আর কাশ
নতুন পোশাক আর নানা রঙের মেলা।
আর নীল আকাশে সাদা মেঘের ভেলা,
পূজো মানে, পদ্ম আর কাশ
নতুন পোশাক আর নানা রঙের মেলা।
পূজো মনে, শারদসংখ্যা
অনিয়ম আর আড্ডা, বাড়ুক যতোই বেলা,
পূজো মানে, ধূনুচিনাচ
অঞ্জলি আর সন্ধিপূজো, স্মৃতিতে দেয় দোলা।
অনিয়ম আর আড্ডা, বাড়ুক যতোই বেলা,
পূজো মানে, ধূনুচিনাচ
অঞ্জলি আর সন্ধিপূজো, স্মৃতিতে দেয় দোলা।
পূজো মানে' ঢাকের তালে কোমর দোলে'
পূজো মানে,স্ব্প্ন খোঁজা ঐ চোখের কাজলে।
পূজো মানে,স্ব্প্ন খোঁজা ঐ চোখের কাজলে।
পূজো মানে, নস্টালজিয়ায়
ছোটবেলাকে চাওয়া,
পূজো মানে, ভিড়ের মাঝে
তোমায় কাছে পাওয়া।
ছোটবেলাকে চাওয়া,
পূজো মানে, ভিড়ের মাঝে
তোমায় কাছে পাওয়া।
পূজো মানে, সঙ্গোপনে
মন হারানোর খেলা।
পূজো মানে, উদাস মন-ও
চায় না হতে একলা।
মন হারানোর খেলা।
পূজো মানে, উদাস মন-ও
চায় না হতে একলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন