বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

পড়ন্ত ক্যানভাস ~ পিয়ালী মজুমদার ও অর্ণবকমল বসুভট্টাচার্য

রোদ্দুরের 'যৌথ কবিতা 'বিভাগে প্রথম স্থান গ্রহণ করেছে এই কবিতাটি 
-----------------------------------------------------------------------

ছাতার আড়াল টেনে হেঁটে যায় কত রঙিন মানুষ
দুপুরের ঠিক এই সময়টায়
পাতার নীচে ভাতঘুমের অতল আর
রোদ রোদ সীমানা পেরিয়ে
হেঁটে যায়… আত্মস্থ বিকেলের দিকে…
একার দুপুর,
সলতে উসকে দেয় ফেলে আসা কথার
কথারা আদরের কষ্টের মতো,
কথারা 'না' বলে ফিরে যাওয়া প্রেম
টানা টানা এক-একটা দুপুর
কত মানুষ বয়ে আনে
রঙচটা বিকেলের দিকে…
শীতলতা জানে খুব!
কিছু পিয়ানো-দুপুর…
মায়াময় আঙুল জড়ায় আঙুলে
হাঁটতে হাঁটতে
অপেক্ষারা দীনতা কুড়োয়।
ছাতা আর ভাতঘুমের দোহাই দিয়ে
কত দুপুর নাভিতে বিকেল ছুঁইয়ে নেবে!
রঙ চেয়ে চেয়ে
'পূরবী' ঘনাবে আকাশে...
শুধু মানুষ খানিক পুড়তে পুড়তে,
কিছুটা খেদ নিয়ে
মিশে যাবে অবধারিত বিকেলের নিয়মে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...