কবে যে তোমাকে নিয়ে লিখেছিলাম,
হারিয়েছে অক্ষরে অক্ষরে ; তবু,
বর্ণমালা যখন সামনে ছোটো ছোটো
শিশুর মতো খেলা করে , যেন জীবন্ত
কুমারী তুমি কবেকার আগ্রহ নিয়ে বসে
থাকো শিশুদের দিকে চেয়ে ;
আবার কবে তোমাকে নিয়ে লেখা হবে ?
হারিয়েছে অক্ষরে অক্ষরে ; তবু,
বর্ণমালা যখন সামনে ছোটো ছোটো
শিশুর মতো খেলা করে , যেন জীবন্ত
কুমারী তুমি কবেকার আগ্রহ নিয়ে বসে
থাকো শিশুদের দিকে চেয়ে ;
আবার কবে তোমাকে নিয়ে লেখা হবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন