বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

নভেম্বর ~ অর্ণবকমল বসুভট্টাচার্য

জানলা খুলছি না।
বাইরে বিকেল ঠায় দাঁড়িয়ে,
বাইরে নভেম্বর

বাইরে উঠোনের গড়িমসি,
হুটোপুটি ছাদে মেলা আঁচলের বিষন্নতা
এই সময়টায়, ভুল বোঝা কথাদের মতো
আমার বড্ড শীত করে।
তুই আসিসনি, তাই ঘুমের ওষুধ,
তুই আসিসনি বলে সন্ধে ভর্তি শিশির...
এসব তোকে বলছি না।
তবে ভিজে ঘাস মেখে দিব্যি আছি
শুধু এই মরশুমি মন খারাপগুলোর বয়স বেড়ে যাচ্ছে...
সন্ধে হওয়ার মতো---
আচমকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...