১)
বার বার ফিরে আসা এই ভীরু অন্ধকারের বেশে,
এ জন্মে আর আলো হওয়া হল না.…
(২)
একটি অপেক্ষা সকাল, একটি নিরুত্তর বিকেল…
দাঁড়াও রাত্রি! আরও এক রংচটা দিনের আঙিনায় সন্ধ্যা নামল…তোমার ক্লান্ত চোখের মতন.…
(৩)
যাওয়ার বেলায় কে বাজাবে বাঁশি? কে ধরবে হাত! বিষাদের রং ছুঁয়ে প্রতি রাতে জন্ম নিয়েছিল যে লাল, নীল, শ্বেতপদ্মেরা… কে রাখবে তার পাপড়ির হিসাব?
(৪)
তুমি অন্তত আর ভুল কোরো না… জন্মান্তর…
কোনও ভুল ঠিকানায় রেখে এসো না তোমার অনিচ্ছুক মোমবাতি… আবার
বার বার ফিরে আসা এই ভীরু অন্ধকারের বেশে,
এ জন্মে আর আলো হওয়া হল না.…
(২)
একটি অপেক্ষা সকাল, একটি নিরুত্তর বিকেল…
দাঁড়াও রাত্রি! আরও এক রংচটা দিনের আঙিনায় সন্ধ্যা নামল…তোমার ক্লান্ত চোখের মতন.…
(৩)
যাওয়ার বেলায় কে বাজাবে বাঁশি? কে ধরবে হাত! বিষাদের রং ছুঁয়ে প্রতি রাতে জন্ম নিয়েছিল যে লাল, নীল, শ্বেতপদ্মেরা… কে রাখবে তার পাপড়ির হিসাব?
(৪)
তুমি অন্তত আর ভুল কোরো না… জন্মান্তর…
কোনও ভুল ঠিকানায় রেখে এসো না তোমার অনিচ্ছুক মোমবাতি… আবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন