শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

ফ্যান্টাসি ~ নির্মল রায়

কান্না! শব্দ নেই তোর!
ভেজা বালিশের নিঝুম রাত নীরবে হয়ে যায় ভোর।
স্বপ্নের পাখি উড়ে যায়,
কান্না! তোর সব ফসল শুকায় রোদ্দুর, হাওয়ায়।
রাতপরী, সবই জানিস!
তবে কেন স্বপ্ন গুলো সাদা মেঘে লুকিয়ে রাখিস?
আয় একবার ডানা মেলে
চলে যাস মেঘের দেশে। দুচোখে ঘুম এসে গেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...